ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার ফুরসন্দী গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী গ্রামবাসী।এতে ব্যানার, ফেস্টুন নিয়ে গ্রামের কয়েক’শ নারী পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শিক্ষক জসীম উদ্দিন, রবিউল ইসলাম, ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফুরসন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সন্তানদের নারী কেলেংকারী ও অত্যাচার থেকে বাঁচাতে নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে নির্যাতন করছে। তাদের হয়রানির শিকার হয়েছে এলাকার অনেকেই বাড়িতে থাকতে পারে না। তাই দ্রুত এর সুষ্ঠু তদন্ত করে নিরীহ মানুষের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান বক্তারা।

(একে/এসপি/জুন ১০, ২০২১)