স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় সন্ত্রাস বিরোধী মানববন্ধন পালন করেছেন তালমা ইউনিয়ন আওয়ামা লীগ। শুক্রবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার তালমার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহাসড়কের দুই পাশে শতশত নেতাকর্মী দাঁড়িয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে নেতৃত্বে ছিলেন তালমা ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাংগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, নগরকান্দা পৌর আওমীলীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, মাহফুজ আহম্মেদ হিমেল, খান মাহমুদ রাজু, পৌর সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, এম আই আজাদ, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্দার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, যুবলীগ নেতা আবুল খায়ের,আনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, তালমা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন, ফরিদপুর জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগমের দুই ছেলে জামাল ও কামাল এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে।এদের বাহিনীর হাতে হাতুড়ি পেটায় অনেকে নিহত হয়েছেন। অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরন করছেন। জামাল কামাল ও তাদের বাহিনীকে গ্রেফতারের দাবী করা হয় এ মানববন্ধন থেকে।

(এন/এসপি/জুন ১১, ২০২১)