ঝিনাইদহ প্রতিনিধি : ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ শ্লোগানকে সামনে রেখে শৈলকূপায় ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১২ জুন) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা।

এসময় শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল ,উপজেলার সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শনিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচীতে ভূমি মালিকরা তাদের জমির রেজিষ্ট্রেশন, অনলাইনে নামজারী আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদাণ করতে পারবে। সেই সাথে ভূমি সেবা ডিজিটালাইজেশন সম্পর্কে ধারনা পাবে।

(একে/এসপি/জুন ১২, ২০২১)