অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : লাশ পরিবহনের পর্যাপ্ত ট্রলি, বেওয়ারিশ লাশ সংরক্ষণের মরচুয়ারি, কুলার, সূক্ষ্ণ আঘাত চিহ্নিত করতে পোর্টেবল এক্স-রে মেশিন এবং গুলিবিদ্ধ, বোমাহত, কীটনাশক পানকারী, বিদ্যুৎস্পৃষ্ট ও ধর্ষণের শিকার লাশের বিভিন্নভাবে ছবি তোলার জন্য উন্নতমানের ক্যামেরা, ফোকাসিং লাইট,ইলেকট্রিক করাত, স্টেইনলেস স্টীল ছুরি প্রয়োজন। ময়নাতদন্তের ফল নির্ভর করে দক্ষ চিকিৎসক ও সূক্ষ্ম যন্ত্রপাতির উপর। কিন্তু ঝিনাইদহ মর্গ হাউজের মান্ধাতা আমলের যন্ত্রপাতিই ভরসা।

ঝিনাইদহ জেলার সকল উপজেলার ময়নাতদন্ত করা হয় এই মর্গে।মর্গে ডিএনএ নমুনা সংগ্রহে রাখার নেই কোন আধুনিক ব্যবস্থা। প্লাস্টিকের কোটায় নমুনা সংগ্রহ করে রাখা হয় যত্রতত্র।

মর্গের জন্য মাত্র একজন অস্থায়ী স্টাফ থাকায় এসব সমস্যা দিন দিন বাড়ছে বলে জানা গেছে। মরদেহ কাটাঘরে আলো না থাকায়, অনেক মৃত্যুর কারণ চিহ্নিত করতে হিমশিম খেতে হত চিকিৎসক। বিশেষ করে মরদেহের গায়ে থাকা আলামতগুলো চিহ্নিত করা কঠিন হয়। এছাড়া মর্গের নিজস্ব কোন ল্যারেটরি না থাকায় মরদেহের বিভিন্ন নমুনা ঢাকায় জনস্বাস্থ্য ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলে মাসের পর মাস অপেক্ষা করতে হয় রিপোর্টের জন্য। অস্বাভাবিক মৃত্যুর কারণ নির্নয়ে ময়না তদন্তের রিপোর্ট তাৎক্ষণিক দেওয়ার নিয়ম থাকলেও তা হয় না ল্যাবরেটরীর অভাবে। নানা ধরনের পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হয় মর্গের বাইরে।এতে করে অপেক্ষা করতে হয় মাসের পর মাস।

সরেজমিন দেখা যায়, ঝিনাইদহ মর্গ হাউজের লাশ বহন করা ট্রলির বেহাল দশা। যেকোন সময় লাশ বহনের সময় ভেঙে পড়তে পারে। পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। লাশ সংরক্ষণের ফ্রীজ দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। লাশ কাটা হচ্ছে পুরাতন ছুরি ও কাপড় কাটার কাটার কাঁচি দিয়ে।মরদেহের সাথে আগত স্বজনদের বসার কোন ব্যবস্থা নেই। রুমে কোন নিরাপত্তা ব্যবস্থা নেই।

ঝিনাইদহ সদর হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল অফিসার জানান, জনবলের অভাবই মর্গের প্রধান সমস্যা। একজন পরিছন্ন কর্মী ও লাশ কাটছেড়া করার জন্য সহযোগীর প্রয়োজন। স্থায়ী লোকবল ছাড়া পরিষ্কার পরিছন্ন রাখা সম্ভব না।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান,মর্গের সকল দায়িত্ব সিভিল সার্জন অফিসের। এ বিষয়ে আমি কিছু জানাতে পারবো না।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের সাথে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রতিবেদক তার কার্যালয়ে একাধিক দিন গেলেও তিনি তার ব্যস্ততা দেখিয়ে কোন মন্তব্য করেননি।

(একে/এসপি/জুন ১৩, ২০২১)