এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিকল্পিত নগরী তৈরী করতে রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণ করছে। তবে বন্দর বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত প্রধান ব্যস্ততম সড়কটিতে ডিভাইডার নির্মাণ করছে যা জননিরাপত্তার চেয়ে জনদূর্ভোগই বয়ে আনবে। এমন নানা প্রশ্ন এখন বন্দর এলাকার সাধারন মানুষের মুখে মুখে।

রবিবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডস্থ বন্দর বাজার সড়কে গিয়ে এমন চিত্র পরিলক্ষিত হয়।

বন্দর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাটির মাঝখানে যে ডিভাইডার নির্মাণ করা হচ্ছে ফলে পূর্ব-পশ্চিম দিকের গাড়ি সোজা অপর পাশে যেতে পারবে না। বিপরীত পাশে যেতে হলে একটু ঘুরে যেতে হবে। তবে উত্তর-দক্ষিণ দিকের গাড়ি সোজা অপর পাশে যেতে পারবে। রাস্তার জায়গা অনুযায়ী ডিভাইডার নির্মাণ শুভনীয় নয়। ডিভাইডার সড়কের মোড়ের পয়েন্টগুলোতে গোলচত্বর তৈরি করে গাড়ি একপাশ থেকে অন্যপাশে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

বন্দর বাজারস্থ কয়েকজন পথচারী জানান, প্রতিদিন বন্দরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ব্যবসায়ী, চাকরীজীবী, আইনজীবীসহ সকল শ্রেণী পেশার প্রায় লক্ষ্যাধিক মানুষ এই সড়কটি দিয়ে চলাচল করে। এই সড়কে সিএনজি, ইজিবাইক, মিশুক, রিকশাসহ ছোট বড় নানা ধরনের হাজার হাজার যানবাহন চলাচল করে। বন্দরে এই গুরুত্বপূর্ণ সড়কটিতে রয়েছে অগ্নিনির্বাপক ফায়ার সার্ভিস ষ্টেশন, সাব রেজিস্ট্রার অফিস, শিশুদের বিদ্যাপিঠ, ঐতিহ্যবাহী বন্দর বাজার, ক্লিনিক ও সুপার মার্কেটসহ ছোট বড় নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান। এই সড়কের কাছেই রয়েছে ঐতিহ্যবাহী বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ এবং বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ। তাছাড়া নগরীতে অবস্থিত কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। যানজটের কারণে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়। জনবহুল এই সড়কটিতে এমনিতেই সবসময় যানজট লেগেই থাকে তারপর আবার এই ডিভাইডার নির্মাণ হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে আমরা মনে করি। কেননা এমন ব্যস্ততম সংকীর্ণ সড়কে ডিভাইডার নির্মাণ করা মুটেই সঠিক সিদ্ধান্ত নয়। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভী আপাকে ডিভাইডার সরিয়ে যানজট নিরসনে বিকল্প নিদ্ধান্ত নেয়ার দাবী জানাই।

এ ব্যাপারে কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়ার মুঠোফোনে (০১৭১২৬০৫৩০৯) আলাপকালে করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই।

(এ/এসপি/জুন ১৩, ২০২১)