নওগাঁ প্রতিনিধি : রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত  নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ৫২ জন। এসময়ের মধ্যে জেলায় নতুন করে আক্রান্ত ১০৭ জন। এক্ষেত্রে মোট ৪০৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। নওগাঁর সিভিল সার্জন কন্ট্রোল রুম সূত্র এটি নিশ্চিত করেছে।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, সদর উপজেলায় ১৮ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৮জন, মহাদেবপুর উপজেলায় ১৫ জন, মান্দা উপজেলায় ২৩ জন, বদলগাছী উপজেলায় ১জন, পত্নীতলা উপজেলায় ৮জন, ধামইরহাট উপজেলায় ৮ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ৭ জন।

জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ২ হাজার ৯৬৪ জন। এসময় সুস্থ হয়েছেন, ২২ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২০৩ জন। বর্তমানে জেলায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন, ৭৬১ জন। আক্রান্ত ব্যক্তির মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহন করছেন। এই ২৪ ঘন্টায় জেলায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১৮১জনকে এবং ছাড়পত্র পেয়েছেন ৭৫ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন, ২ হাজার ১৫৯ জন।

(বিএস/এসপি/জুন ১৪, ২০২১)