নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি জাতীয় উদ্যানে ২শ’ বছরের প্রাচীন শালবনে সাড়ে ২২ হাজার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুর ১২ টায় জাতীয় উদ্যানের শালবন এলাকায় মহুয়া, ডেউয়া ও গর্জন প্রজাতির চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল।

পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহানের সভাপতিত্বে সুফল প্রকল্পের আওতায় ষ্টেন্ড ইনপ্রুভমেন্ট শাল এসোসিয়েট বাগান সৃজনের লক্ষে বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. ই¯্রাফিল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ধামইরহাট, পত্নীতলা ও পাইকবান্দা বিটের দায়িত্বপালনকারী ফরেষ্ট রেঞ্জ অফিসার ফরহাদ জাহান জানান, আলতাদীঘি জাতীয় উদ্যানের উন্নয়নকল্পে বরাদ্দকৃত ৩৫ কোটি টাকার কাজ সম্পন্ন হলে জাতীয় উদ্যান পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন হবে বলে আশা করছি।

(বিএস/এসপি/জুন ১৪, ২০২১)