গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণউন্নয়ন কেন্দ্রের আয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে এবং গণউন্নয়ন কেন্দ্রের গাইবান্ধা জেলা সমন্বয়কারী প্রতিমা চক্রবর্ত্তীর সঞ্চালনায় সোমবার অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইমরান হোসেন চৌধুরী, উপজেলা সমবায় অফিসার আব্দুল জলিল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোশারফ হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, গণউন্নয়ন কেন্দ্রের গাইবান্ধা জেলা সমন্বয়কারী আবু সাঈদ তুহিন, উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি সেকেন্দার আলী ও মিনা হেমব্রম, সাংগঠনিক সম্পাদক মোসলেমা বেগম, বেতারা কৃষিপণ্য উৎপাদক সমিতির সভাপতি কোরবান আলী প্রমুখ।

(এসআরডি/এসপি/জুন ১৪, ২০২১)