মৌলভীবাজার প্রতিনিধি : মা-বাবাসহ বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এহামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

রোববার রাতে নিজের ভেরিফাইকৃত ফেইসবুক পেইজে হামলার বিষয়টি স্বীকার করে ক্ষোভ জানিয়ে স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এই নেতা,মুহুর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসে তিনি লিখেন, ছি! ছি! ভাবতেই ঘৃণা লাগছে, বাড়ি থেকে ঢাকা যাচ্ছি আমার সাথে আমার বাবা-মা আছেন। আমার কোন শত্রুর বাবা-মা’র সামনে যেন এরকম কিছু না ঘটে। এটাই কী তাহলে রাজনীতি!!!!

সূত্রে জানা যায়, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী। এসময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্যগ্রুপ জড়ো হয়।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এসএম জাকিরের গাড়ি আটকে তার সাথে কিছু ছেলে তর্কাতর্কি করে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি জানান,বর্তমানে এঘটনায় কিছুটা উত্তেজনা থাকলেও সন্ধ্যার পর সাভাবিক হবে। তবে এঘটনায় কোন পক্ষই থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দেননি,অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

(একে/এসপি/জুন ১৪, ২০২১)