ঝিনাইদহ প্রতিনিধি : করোনা কালীন চাকুরীচ্যুত ও বেকার যুবকদের মাস ব্যাপি জিপ, কার, মাইক্রোবাস ড্রাইভিং ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ইউপিএফ (জাইকা) আলমগীর হোসেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় এ প্রশিক্ষনের মোট ৫০জন যুবককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

(একে/এসপি/জুন ১৪, ২০২১)