নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের লিটন সেতুর পশ্চিম পাশে লাইসেন্স বিহীন একটি মোটর বাইকে ৩জন নিয়ে চলার সময় কর্তব্যরত ট্রাফিকের এসআই বেলাল হোসেন বাইকটি আটক করে মামলা দেয়ার ঘটনায় ওই মোটর বাইকের চালক নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক খোয়াজের পুত্র শরীফ হোসেন শেখ ধারালো বটি হাতে ওই ট্রাফিক পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এসময় ট্রাফিক সার্জেন্ট মাহাবুব ইবনে হায়দার জীবনের ঝুঁকি নিয়ে তার সঙ্গে ধস্তাধস্তি করে বটিটি ছিনিয়ে নেন। পরে থানা পুলিশ বটিটি জব্দ করে শরীফকে আটক করে থানায় নিয়ে যায়। 

উল্লেখ্য সম্প্রতি কোভিট ১৯ এর কারনে লকডাউনের সময় কিছু তরুন শহরে বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটর বাইক নিয়ে পায়চারী করতে দেখা যায়। তাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নাই এমনকি বৈধ কাগজপত্রও নাই। তাদের বিরুদ্ধে পুলিশের আরও তৎপর হওয়া উচিত বলে শহরের সচেতনমহল মনে করেন।

(বিএস/এসপি/জুন ১৪, ২০২১)