নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে নিজের ছেলেকে জেলে দিতে গিয়ে বাবাকেও জেলে যেতে হলো। 

উপজেলার পশ্চিম পুখুরিয়া গ্রামের হামিদুল ইমলাম রবিবার বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের কাছে গিয়ে অভিযোগ করে বলেন, তার ছেলে রকি মন্ডল (২৭) মাদক সেবন করায় তারা পরিবারের সকলে অতীষ্ঠ।

এজন তার ছেলেকে জেলে দিতে চান। ইউএনও বিষয়টি আমলে নিয়ে সোমবার সহকারী কমিশনা (ভূমি) সুমন জিহাদীকে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এসি ল্যান্ড ওই গ্রামে গিয়ে দেখতে পান, অভিযোগকারী নিজেই গাঁজা সেবন করছে।

তিনি গ্রামবাসীর কাছে জানতে পারেন, উত্ত হামিদুল একজন গাঁজা ব্যবসায়ীও বটে। সে এবং তার ছেলে একসঙ্গে বসে মাদক সেবন করে। এসময় এসি ল্যান্ড (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) সুমন জিহাদী সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাবা হামিদুল (৫২) এবং ছেলে রকি মন্ডল (২৭) প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর এক ঘটনায় মাদক সেবনের দায়ে এবং মাদক সংরক্ষনের দায়ে কয়াভবানীপুর গ্রামের মৃত ইসমাইলের পুত্র বুলেট (৩২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

(বিএস/এসপি/জুন ১৪, ২০২১)