চট্টগ্রাম প্রতিনিধি : লোহাগাড়া থানার আধুনগর ও কলাউজান এলাকায় অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্ব কলাউজান এলাকার আবুল খায়েরের পুত্র আবদুল কুদ্দুস (৩৮) ও আধুনগর এলাকার আবুল হোসেনের পুত্র মো. ফারুক (২৭)।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নাশকতা মামলার আসামী। তারা দুইজনই দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতায় নেতৃত্ব দিয়ে আসছেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)