চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, সকালে ইপিজেড থানার পেছনে লেবার কলোনির পাশে একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। কোমড়ে গামছা বাঁধা অবস্থায় আছে। তার বয়স প্রায় ৪২-৪৩ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তার নাম, পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)