বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় নতুন করে মোংলা ইপিজেডের পাঁচ আনসার সদস্যসহ আরও ৭৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২১৫টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৩৫ শতাংশ। যা গতদিনের তুলনায় ৬ শতাংশ কম। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৩টি নমুনা পরীক্ষায় ইপিজেডের ৫ আনসার সদস্যসহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোংলায় সংক্রামনের হার দাড়িয়েছে ৬৫.২১ শতাংশ। গত তিন সপ্তাহে মোংলায় গড় শনাক্তের হার ৫৪ ভাগ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।

মোংলায় কঠোর বিধি নিষেধ কেবল কাগজ কলমেই, বাস্তবায়ন নেই। মোংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রশাসনের তিন সপ্তাহের চলমান কঠোরতম বিধি নিষেধের ২১তম দিনে এসেও কমছেনা কনোরা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের জারি করা কঠোর বিধি নিষেদ মানছে না কেই। করোনার হটস্পর্ট মোংলায় করোনার উর্ধগতি নিয়ন্ত্রনে না আসায় ১৭ জুন (বৃহস্পতিবার) থেকে কঠোর বিধি নিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

মোংলা ইপিজেডের চীনের নারী টেকনিশিয়ানের পর এবার ৫ আনসার সদস্যের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার ফলে করোনা সংক্রমণ ঝুঁকিতে পড়েছে ইপিজেড। এনিয়ে ইপিজেডের বিভিন্ন কলকারখানা ও শ্রমিকদের মধ্যে নতুন করে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্ত আনসার সদস্যরা হলেন, পরিতোষ, সোহেল রানা, মন্টু মন্ডল, অনুপ চন্দ্র সরকার ও সঞ্জয় মন্ডল। এর আগে গত রবিবার ইপিজেডের জিনলাইট গার্মেন্টসের টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ানের করোনা শনাক্ত হয়।

মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, করোনা আক্রান্ত চায়না নারী টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ান এখন সুস্থ আছেন। আর নতুন করে যে ৫ জন আনসারের করোনা শনাক্ত হয়েছে তাদেরকে ইপিজেডের নির্দিষ্ট করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা বিধি নিষেধ আমরা শতভাগ মেনে চলছি। তারপরও ইপিজেডের সকল কলকারখানা ও শ্রমিকদের সেই বিধি নিষেধ আরো কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়েছে।

বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, জেলায় এপর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ৩৩৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। এখন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন, বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

(এসএকে/এসপি/জুন ১৬, ২০২১)