এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষনখোলা ও কাটাপাড়া সহ তিনটি গ্রামের প্রায় ১ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৬ জুন) দুপুর ১২টায় তিতাস গ্যাসের প্রকৌশলী মেজবাহ উল রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগীতা করেন বন্দর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আসমা সুলতানা নাসরিন।এসময় তিনি জানান, এই অবৈধ গ্যাস সংযোগ কেটে দেয়ার পর কেউ আবার সংযোগ প্রদান করলে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করা হবে।

এসময় আরোও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সহকারি রাজস্ব শামিম আহন্মেদ, আপেল মাহমুদ সহ বন্দর থানার পুলিশ সদস্যরা।

(এ/এসপি/জুন ১৬, ২০২১)