ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে নকল ব্র্যান্ড রোল যুক্ত বিড়ি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার উপজেলার উচাখিলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারা মোতাবেক জয়নাল মিয়াকে ১০ হাজার ও সাইফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বিড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসমাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নকল ব্র্যান্ড রোল যুক্ত বিড়ি বিক্রির ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি অন্যদিকে বিড়ি সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ অধিক পরিমাণে ধূমপান করছে। এ অভিযান চলমান থাকবে।

(এন/এসপি/জুন ১৬, ২০২১)