আবুল কালাম আজাদ, রাজবাড়ী : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ইউনিয়ন পর্যায়ে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহযোগিতায় ও ন্যাশনাল ডেভলপমেন্ট সেন্টারের আয়োজনে অবহিতকরণ সভায় বক্তৃতা করেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জামাল উদ্দিন আহম্মেদ, সাংবাদিক সোহেল রানা, দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএনপি) রাজবাড়ী সদর উপজেলা ম্যানেজার সেলিম আহম্মেদ, ন্যাশনাল ডেভলপমেন্ট সেন্টারের প্রগ্রাম ম্যানেজার মোঃ আজমল হোসেন প্রমুখ।

এরআগে উপজেলার ইসলামপুর, নবাবপুর, জঙ্গল, বালিয়াকান্দি, জামালপুর ইউনিয়ন পরিষদে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আগামী রবিবার বহরপুর ইউনিয়ন পরিষদে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে। স্কুলে ভর্তি নেই ও পড়ালেখায় অমনোযোগী শিশুদের স্কুলগামী করতে অবহিতকরণ কর্মশালায় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জুন ১৬, ২০২১)