মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী কমিউনিটি সেন্টার,পার্টি সেন্টার ও হোটেল রেস্তোরা সমূহে বিয়ের আয়োজনসহ সামাজিক অনুষ্ঠান আয়োজনে চলমান বিধি নিষেধ অমান্য করে মৌলভীবাজারে বিয়ের আয়োজন করায় ওয়েস্টার্ন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও বর পক্ষকে গুনতে হয়েছে জরিমানার ৬৫ হাজার টাকা।

শুক্রবার (১৮ জুন) দুপুর ২টার দিকে বিয়ের অনুষ্ঠান চলাকালিন সময়ে শহরের সাইফুর রহমান সড়কে অবস্থিত অভিজাত ওয়েস্টার্ন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার ও বর পক্ষকে ১৫হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে এই অর্থদন্ড আদায় করা হয়।

জানা যায়,শুক্রবার জুমার নামাজের পরপরই খবর পেয়ে ওই রেস্টুরেন্টে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় চলমান বিধি নিষেধ অমান্য করে বিয়ের আপ্যায়ন করায় হোটেল কর্তৃপক্ষ ও বর পক্ষকে জরিমানা করা হয়।

(একে/এসপি/জুন ১৮, ২০২১)