এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ কমিটিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের সময় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেবৈই গ্রামে উত্তরপাড়া কেন্দ্রিয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুরুত্বর আহতরা হলেন- শাহজাহান, পারভেজ, লেহাজউদ্দিন, পাপ্পু, আলী তাহের, আল ইসলাম, কাউসার, ইমাম মোবারক হোসেন।

জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি জোহর আলী ও সাত্তারের লোকদের মাঝে কমিটি গঠন নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে জোহার আলীর লোকজন মসজিদের ভিতরে হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনিচুর রহমান জানান, মসজিদে নামাজের সময়ই হামলা হয়। আপাতত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এ/এসপি/জুন ১৮, ২০২১)