জামালপুর প্রতিনিধি : গেল বছর করোনা মহামারীতে নিহত জামালপুরের দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

রোববার (২০ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ওই দুই পুলিশ সদস্যের পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়া হয়।

জানা গেছে, কোভিট-১৯ মহামারীতে গেল বছর প্রাণ হারান জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের পুলিশের উপ পরিদর্শক সুলতান আরেফিন হীরা ও মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পুলিশ সদস্য আশেক মাহমুদ।

মৃত ওই দুই পুলিশ সদস্যের পরিবারের বর্তমান অবস্থা এবং ছেলেমেয়েদের পড়াশোনাসহ যাবতীয় বিষয়ে জানার জন্য পুলিশ সুপার তার কার্যালয়ে তাদেরকে আমন্ত্রণ জানান।

তিনি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং দুই পরিবারকে নগদ ২০ হাজার করে আর্থিক অনুদান দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার উপস্থিত ছিলেন।

পুুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, সবার ওপরে মানবিকতা। করোনায় আক্রান্ত হয়ে মৃত ওই দুই পুলিশ পরিবারকে সাধ্যমত সহযোগিতার চেষ্টা করা হবে।

পুলিশ সুপারের কাছ থেকে অনুদান প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহত ওই দুই পুলিশ পরিবারের সদস্যরা।

(আরআর/এসপি/জুন ২০, ২০২১)