এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দরে স্কুল ছাত্র অপহরনের পর মুক্তি আদায়ের টাকা উদ্ধার করে বাদীর হাতে তুলে দিয়েছে বন্দর থানা পুলিশ। সোমবার বিকালে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে অপহৃত স্কুল ছাত্রের মা মামলার বাদী কাজল বেগমের হাতে উদ্ধারকৃত ৪৪ হাজার টাকা তুলে দেন। 

ওসি দীপক চন্দ্র সাহা ও বাদী সাংবাদিকদের বলেন, বন্দর উপজেলার তিনগাঁও এলাকার প্রবাসী ইমন মিয়ার ছেলে স্কুল ছাত্র জিসান (১৫) কে গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় তিনগাঁও এলাকা থেকে অপহরণ হয়। অপহরণকারীরা তার মুক্তিপন হিসাবে স্কুল ছাত্রের মায়ের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেয়। স্কুল ছাত্রের মা কাজল বেগম ছেলের মুক্তির জন্য অপহরণ কারীদের বিকাশে পর্যায় ক্রমে ৪৫ হাজার টাকা পাঠায়। এর পরেও আরো টাকা দাবি করলে তিনি পুলিশকে বিষয়টি জানায়। তাৎক্ষনিক পুলিশ মোবাইল ট্রাকিং করে অপহরণকারী জুয়েল(৩২)কে গ্রেফতার করে। জুয়েলের স্বীকারোক্তিতে অপহৃত স্কুল ছাত্র জিসানকে বন্দরের হাজীপুর থেকে উদ্ধার করে এ সময় পুলিশ আরো ২জন অপহরনকারী সজিব(৩০) ও শাওন (২২) কে গ্রেফতার করে। এ সময় বাকি আরো ৬ অপহরনকারী পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পুলিশ মুক্তিপনের ৪৫ হাজার টাকার মধ্যে ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ৩ আসামীর মধ্যে শাওন আদালতে স্বীকারোক্তি জবানবন্ধী প্রদান করে । এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খায়ের উপস্থিত ছিলেন।

(এ/এসপি/জুন ২১, ২০২১)