এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘর ভস্মিভূত হয়েছে। রোববার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে প্রবাসী আঃ রব মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আঃ রব মিয়ার স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে মেঘনা এলাকায় তার বাবার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে রায়। রাত ১১টার দিকে তিনি ঘরে অগ্নিকাণ্ডের খবর পায়।

আগুন লাগলে এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এর মাঝে বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী ক্ষয়ক্ষতির পরিমান হবে প্রায় ১০ লাখ টাকা। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অগ্নিকান্ড নাকি নাশকতা তা নিয়ে তদন্ত চলছে।

(এ/এসপি/জুন ২১, ২০২১)