নূরুল আমিন খোকন, ফেনী : ফেনী শহরের বিভিন্ন জনবহুল এলাকার ভবনের সীমানাপ্রাচীর শৈল্পিক কর্মদিয়ে রাঙিয়ে দিচ্ছে রাঙাদেয়াল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বেশ কয়েকজন প্রগতিশীল তরুন-তরুণী বিগত ৬ মাস ধরে এমন মহতী উদ্যোগটি বাস্তবায়ন করতে গিয়ে ফেনীর জনগণ ও শহরবাসীর আলোচনায় স্থান করে নিয়েছেন।

ফেনী শহরের মিজান রোডের পশ্চিম মাথায় গিয়ে দেখা যায়, সেখানে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার শ্যাওলা পড়া দেয়ালে নান্দনিক রঙের তুলির আলপনায় ঝলমল করছে।

ওই দেয়ালে নির্যাতিত নারীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একসময়ে বিভিন্ন পোস্টার ভ্যানারে ঢেকে থাকা দেয়ালটি এখন নান্দনিকতার আলপনায় সকলের দৃষ্টি কাটছে।

শুধু সোনালী ব্যাংকের সীমানা দেয়ালই নয়, রাঙাদেয়াল’র তুলিতে এখন ফেনী শহরের মাস্টার পাড়া, কলেজ রোড়, মিজান রোড়, শহীদুল্লা কায়সার সড়ক, শহর পুলিশ ফাঁড়ি, শিল্পকলা একাডেমি, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকার দেয়ালে দেখা যাচ্ছে এসব শিক্ষণীয় ও বিনোদনমূলক আলপনা।

রাঙাদেয়ালের সমন্বয়ক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শান্ত আহমেদ জানান, মহামারী করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় উঠতি বয়সী তরুণ তরুণীরা বিপথগামী হতে শুরু করেছে। সাধারণ মানুষের মাঝেও দিনদিন বিষন্নতা বেড়েই চলছে। এমতাবস্থায় সমমনা ও সমবয়সী কয়েকজন মিলে আমরা ফেনী শহরের দেয়ালগুলো রাঙানোর উদ্যোগ নিই। এ কর্মে আমাদের টীমে নিত্য সঙ্গী ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের চারুকারু বিভাগের শিক্ষার্থী আসিফ, ঢাকা আর্ট কলেজের ফারাবী তিশা, ফেনী সরকারী কলেজের অনিন্দ্য ও পিয়াল এবং ফেনী সিটি কলেজের শামীম।

তিনি আরও জানান, মূলত শহরের পরিত্যাক্ত এবং শ্যাওলা পড়া দেয়ালগুলো রাঙিয়ে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করে সর্বসাধারণকে শিক্ষা ও বিনোদন দেয়ার জন্যই আমরা এ উদ্যোগটি গ্রহণ করি। মাঝ পথে কয়েকজন উপকরণ সহযোগি পাওয়ায় শিল্পকর্মটিতে আমাদেরকে পেছনে ফিরতে হচ্ছেনা।

চিত্র কর্মের অন্যতম সদস্য ফারাবী তিশা বলেন, কাজটি করতে গিয়ে মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব আমাদেরকে আরো উৎসাহী করে তুলেছে।

শুধু ফেনী নয়, রাঙা দেয়াল ছড়িয়ে পড়ুক সারা দেশে। দেশের সবগুলো শ্যাওলাপড়া, নোংরা, ও পরিত্যাক্ত দেয়ালগুলো ভরে উঠুক নান্দনিক আর শিক্ষনীয় শিল্পকর্মে। যে কর্ম মানুষকে সচেতন করবে, বিনোদন এবং শিক্ষা দেবে।

(ওএস/এসপি/জুন ২২, ২০২১)