মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে আন্তজেলা সিএনজি-অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলার জুড়ী থানা পুলিশ। এঘটনায় পুলিশি অভিযানে আসামীদের পাশাপাশি চোরাইকৃত ৩টি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সম্প্রতি জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান,গত ৫ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে জেলার জুড়ী উপজেলার মধ্যবাছিরপুর এলাকার মৃত সুলেমান মিয়ার ছেলে আব্দুর রহিম (৬৭) এর ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি হয়। এঘটনায় আব্দুর রহিম জুড়ী থানায় অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচ আসামীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পাঁচ আসামীর মধ্যে জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের চোর চক্রের সদস্য জাহাঙ্গীর (৩২) পিতা মৃত আলেক মিয়াকে প্রথমে আটক করে পুলিশ। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অন্য আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা হলো সিলেট মহানগরের শাহপরান থানার মেজরটিলার কুতুবের কলোনীর আল আমিন (২৪) পিতা মৃত রাজু মিয়া,একই এলাকার মহিবুর রহমান (৪৫) পিতা আ: কদ্দুছ, মো: উসমান (২৭) পিতা মো: দেলোয়ার মিয়া ও বড়লেখা উপজেলার মুচাইগুল এলাকার জুনেদ আহমদ (৩৫) পিতা মোছাব্বির আলী। উদ্ধার করা হয় ৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা এবং চোরাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ম-১১-০২৭৭ পিকআপ গাড়ী।

এদিকে গত সোমবার (২১ জুন) সকাল ৯ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিন পাচাউন গ্রামে মাখন দেব এর জমিতে অজ্ঞাতনামা ব্যক্তির ডান পায়ের উরু হতে পায়ের পাতা পর্যন্ত খন্ডিত ১টি অঙ্গ পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। এঘটনার রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তসহ রহস্য উদঘাটনে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, মৌলভীবাজারের একটি টিম প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ছাড়াও উপস্থিত ছিলেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম কাওসার দস্তগীরসহ জেলা পুলিশের ঊর্ধবতন কর্মকর্তারা।

(একে/এসপি/জুন ২২, ২০২১)