বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। মৃত ৮ জনের মধ্যে ২ জন বগুড়া জেলার, ৫ জন জয়পুরহাটের এবং ১ জন নওগাঁর বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ জুন) ভিডিও বার্তায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো. মোস্তাফিজার রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩৫৪ টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৬৮ শতাংশ।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার সেতারা বেগম (৭৮), আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাট জেলার হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫), মামুন সরদার (৪৫), আহাদ আলী (৭৫), নূর জাহান (৩০) এবং নওগাঁ জেলার রিয়াজউদ্দীন (৬০)। তাদের মধ্যে সেতারা, হাসনা ও লুৎফর রহমান টিএমএসএস হাসপাতালে, আবুল কালাম আজাদ, নূর জাহান ও রিয়াজউদ্দীন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহাদ আলী ও মামুন সরদার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়ায় করোনায় গত ৯ দিনে মৃত্যুবরণ করলেন ৩৬ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,১৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২,২৯৮ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৬৩ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৩ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১১৪ জন এবং বগুড়া টিএমএসএস হাসপাতালে ৭৮ জন। করোনা সংক্রমণ বৃদ্ধির লক্ষ্মণে বগুড়া সদরে লকডাউন চলমান রয়েছে।

(আর/এসপি/জুন ২৪, ২০২১)