আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এক হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৯৫ হাজার ৭৫১ জনে।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি দুই লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। খবর এনডিটিভির।

রোববার (২৭ জুন) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫০ হাজার ৪০ জনের রিপোর্ট পজিটিভ আসে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে টানা ২০ দিন দেশটিতে শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

আর একদিনে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জনে। আর ভারতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩২ কোটির বেশি মানুষ।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী- এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে ভারত। তবে মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে ভারত।

(ওএস/এসপি/জুন ২৭, ২০২১)