বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে ৫ নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জনের বাড়ি বগুড়ায় এবং অন্যরা পাবনা, নওগাঁ, রংপুর ও জয়পুরহাট জেলার বাসিন্দা। বগুড়ায় গত চব্বিশ ঘণ্টায় ৩৬৮ নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, শনাক্তের হার ৪১.৩০ শতাংশ।

মঙ্গলবার (২৯ জুন) অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৯১ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৮ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ৮৩ নমুনায় ৩৯ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২১ নমুনায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে বগুড়া জেলায় এ পর্যন্ত ১৩,৭১২ জন করোনায় আক্রান্ত হলেন এবং সুস্থ হয়েছেন ১২,৫৫১ জন। করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৭৫ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৫২ জন করোনা রোগীর মধ্যে বগুড়া সদরের ১০০ জন, শেরপুরের ৯ জন, শাজাহানপুরের ৯ জন, সারিয়াকান্দির ৮ জন, ধুনটের ৬ জন, কাহালুর ৪ জন, দুপচাঁচিয়ার ৪ জন, গাবতলীর ৩ জন, সোনাতলার ৩ জন, শিবগঞ্জের ২ জন, আদমদিঘীর ২ জন এবং নন্দীগ্রামের ২ জন।

সোমবার (২৮ জুন) সকাল থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারী ৭ জন হলেন, বগুড়ার আবু হোসেন (৬৯), লাকি ইসলাম (৬৫), ফরিদা আকতার (৪৬), পাবনার শিউলী খাতুন (৩৬), নওগাঁর সেলিম উদ্দিন (৭০), রংপুরের মমতাজ বেগম (৭০) এবং জয়পুরহাটের রানু খাতুন (৪০)। এদের মধ্যে আবু হোসেন, লাকি ইসলাম ও ফরিদা আকতার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং শিউলী খাতুন, সেলিম উদ্দিন, মমতাজ বেগম বগুড়া শজিমেক হাসপাতালে, রানু খাতুন বগুড়া টিএমএসএস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য যে, গতকাল (২৮ জুন) বগুড়ায় ৫০৪ নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ১২৭ জন এবং শনাক্তের হার ছিল ২৫.১৯ শতাংশ। করোনা সংক্রমণের উর্ধ্বগতি বগুড়ায় উদ্বেগজনক অবস্থার সৃষ্টি করেছে।

(আর/এসপি/জুন ২৯, ২০২১)