ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের রায়পুর এলাকা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহিদ খান (৪০) নামে এক ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে বরিশাল জেলার কোতয়ালী থানার সাগরদি গ্রামের গফুর খানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, পৌরসদরের রায়পুর গ্রামের শাহজাহান মোল্লার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে সনিয়া শারমিন ঢাকার রায়ের বাজার খালার বাসায় বেড়াতে গেলে একই এলাকার পাশের বাসার ভাড়াটিয়া সহিদ খানের সাথে পরিচিত হয়। এর সূত্র ধরে সনিয়াকে গত ২০ মার্চ সহিদ খান কৌশলে দুবাই নিয়ে চলে যায়। দীর্ঘ কয়েক মাস পর সনিয়া গত ৮ জুলাই দুবাই থেকে নিজ বাড়িতে ফিরে আসে। সহিদ খান বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সনিয়ার খোঁজে বোয়ালমারী পৌরসদরের রায়পুরের বাড়িতে আসলে সনিয়ার পরিবার তাকে কৌশলে আটকে রেখে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় সনিয়ার মা হাওয়া বেগম বাদি হয়ে বোয়ালমারী থানায় মানব পাচার আইনে ৬/২ ও নারী নির্যাতন ৯/১ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১। পুলিশ সহিদ খানকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে গেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পাচারকারী সহিদ খানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মানব পাচার আইনে মামলা হয়েছে। ছাত্রী সোনিয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

(আরআইআর/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৪)