মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে করোনায় কেড়ে নিল ফায়ার ফাইটার সালেহ আহমেদকে (৪০)।  তিনি আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সাহেল আহমেদ ময়মনসিংহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসে কর্মরত ছিলেন। তিনি মদন উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান পূর্বপাড়া গ্রামের সন্তু মিয়ার ছেলে। 

সহকর্মী মিজানূর রহমান জানান, গত এক সপ্তাহে আগে সালেহ আহমেদ জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসে। জ্বর ভাল হলে আবার সে অফিসে যোগদান করে। ২৮ জুন আবারো জ্বর ও শ্বাসকষ্ট হয় তার। ওই দিন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন যাবত সে শ্বাস কষ্ট ভুগছিল। ৬ দিন চিকিৎসার পর সে মারা যায়। তার মৃত্যুতে কর্ম এলাকা ও গ্রামের বাড়িতে শোকের ছাড়া নেমে আসে।

মদন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আহমেদ কবির বলেন, সালেহ আহমেদ আজ সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার লাশ আমাদের স্যারেরা নিয়ে আসতেছে। কোর্ট বিল্ডিং এলাকায় বিকালে তার জানাযা সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হবে।

(এম/এসপি/জুলাই ০৩, ২০২১)