ফেনী প্রতিনিধি : চলমান লকডাউনে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে ৫ ব্যবসায়ী এবং মান্দারী মোল্লা বাড়ীর দরজায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ আদালত। 

সংশ্লিষ্টসূত্র জানায়, শুক্রবার (২ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বিশেষ টিম সোনাগাজীর বিভিন্ন হাট বাজার ও গ্রামে টহল দেয় এ সময় বগাদানা ইউনিয়নের মান্দারী মোল্লা বাড়ীর দরজায় একটি দোকানে সরকারি আদেশ অমান্য করে খোলা রাখায়, এবং স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়।
এ সময় বিনা কারনে রাস্তায় বের হওয়ায় দুই ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে।

একই সময় কুঠিরহাট দক্ষিন বাজারে মঞ্জুর ফল দোকান, চৌধুরীর কুলিং কর্নারের আবদুল আজিজ, মা কুলিং কর্নারের তাজুল ইসলাম, আবুল বশরের রড় সিমেন্টের দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৪২০০ টাকা জরিমানা করেছে।

এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন ভ্রাম্যমান প্রশাসন। অভিযানে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন ভুইঁয়া উপস্থিত ছিলেন।

কুঠিরহাট বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ নুর নবী জানান, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে, এবং সরকারি নিদের্শনা মেনে চলতে সকলকে নির্দেশ দিয়ে গেছে প্রশাসন।

(এনকে/এসপি/জুলাই ০৩, ২০২১)