নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে হত্যা মামলার প্রধান আসামিকে শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।

জানা গেছে, উত্তর পাতাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) প্রায় ৮মাস আগে পত্নীতলা উপজেলার দিবর উত্তর পাড়া গ্রামের আলী হোসেনের মেয়ে সুমি আক্তার(১৭) কে বিয়ে করে।

সেলিম সাপাহার সরকারি কলেজে পড়াশুনার পাশাপাশি কীটনাশক কোম্পানীতে খন্ডকালীন চাকুরির সুবাধে করোনাকালীন সময়ে সাপাহার সৌদি মসজিদ সংলগ্ন মাতৃছায়া ছাত্রাবাসে একটি রুম নিয়ে ভাড়া থাকতো।

বিয়ের পর থেকে সুমি পরকীয়ায় আসক্ত বলে সেলিম তার স্ত্রীকে সন্দেহ করতো। এরই জেরে গত ২৩ জুন দুপুরে স্ত্রী সুমি আক্তারকে তার ছাত্রাবাসে পরকীয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী সুমিকে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে গলায় রশি প্যাচাইয়া সিলিং ফ্যানের হুকে ঝুলিয়া রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী সেলিম।

গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএমের তৎপরতায়, চাঁপাইনবারগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়, সাপাহার থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোর ৪টা ২০ মিনিটে আসামীর আত্মীয়ের বাড়ি থেকে সেলিমকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শনিবার দুপুরে থানার ওসি (তদন্ত) আল মাহমুদ জানান, ৩০২/২০১/৩৪ পেনাল কোড ধারায় আসামী সেলিমকে নওগাঁ আতালতে সোপর্দ করা হয়েছে।

(বিএস/এসপি/জুলাই ০৩, ২০২১)