নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জন মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি জেলার রানীনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৮৮ জন। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় নতুন করে মোট ২৭৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৫১ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নওগাঁর ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ জানিয়েছেন, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ২৭৩ ব্যক্তির এ্যান্টিজেন পরীক্ষা করে ৫০ ব্যক্তির এবং বগুড়া টিএমএসএস হাসাপাতালের পিসিআর ল্যাবে ১ ব্যক্তির নমুনা পরীক্ষা করে তাঁর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় শনাক্তের হার ১৮ দশমিক ৬১ শতাংশ।

সূত্রমতে উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ১৫ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ৬ জন, ধামইরহাট উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৮ জন এবং পোরশা উপজেলায় ২ জন। জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হলো ৪ হাজার ৭০৫ জন।

(বিএস/এসপি/জুলাই ০৪, ২০২১)