ফেনী প্রতিনিধি : ফেনীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯৮ জনের দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ জন। আর জেলায় মোট মৃত্যু হয়েছে ৭৬ জনের। রবিবার (৪ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ মিডিয়ার কাছে এসব তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ফেনীর ২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৯৮টিতে করোনা পজিটিভ এসেছে। নমুনা অনুপাতে শনাক্তের হার ৪৪.৭৪ শতাংশ। অর্থাৎ প্রতি ২টি নমুনার মধ্যে একটি পজিটিভ এসেছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৩৯ জন, দাগনভূঞায় ৬ জন, সোনাগাজীতে ১৫ জন, ছাগলনাইয়ায় ২৯ জন, পরশুরামে ৮ জন এবং ফুলগাজীতে ১ জন রয়েছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯১ জন রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন রোগী। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬১৫ জন।

করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন রোগী। এদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৮ জন, দাগনভূইয়ায় ১১ জন, ছাগলনাইয়ায় ১০ জন, পরশুরামে ৩ জন, সোনাগাজীতে ১ এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন ২ জন রোগী।

গতকাল রবিবার (৪ জুলাই) পর্যন্ত কোভিড-১৯ করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৫ হাজার ১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৪ হাজার ৮৮৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১৮.৭৯ শতাংশ।

অপরদিকে গতকাল পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৫ হাজার ৮০৭ জন।

(এনকে/এসপি/জুলাই ০৪, ২০২১)