অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছে ১০৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১২১ জন। গত সপ্তাহে ৮ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি থাকলেও তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। হোম আইসোলেশনে আছে ৬২৭ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৩৪০টি নমূনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩৯, কালকিনিতে ১১, রাজৈরে ৪০ ও শিবচরে ১৯ জন। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ১২১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জন। মোট চিকিৎসাধীন আছে ৬৪৪ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে আছে ১৭ জন ও হোম আইসোলেশনে আছে ৬২৭ জন।

মাদারীপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মীর রায়হান বলেন, ‘দিনে দিনে মাদারীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০৯ জন আক্রান্ত হয়েছে।’

(একে/এসপি/জুলাই ০৪, ২০২১)