বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং ১,১৬২টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.০২ শতাংশ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার (৫ জুলাই) এক ভিডিও বার্তায় জানান, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আরটি-পিসিআর মেশিনে দিনে তিন শিফটে মাত্র ২৮২টি নমুনা পরীক্ষা করা যায়। নমুনার জট থাকায় গত মাসের শেষের দিকে বেশ কিছু সংখ্যক নমুনা ঢাকায় পাঠানো হয়।

গতকাল সেই রিপোর্ট অনুযায়ী ৬২৬টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছেন ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২৮২টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছেন ৬৮ জন। জিন এক্সপার্ট মেশিনে ১৪টি নমুনায় শনাক্ত হন ৬ জন। অ্যান্টিজেন টেস্টে ১৯৩টি নমুনায় শনাক্ত হন ৫০ জন।

এ ছাড়াও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ৪৭টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২৪৭ জন, সারিয়াকান্দির ১৬ জন, আদমদীঘির ১৫ জন, শেরপুরের ৯ জন, শিবগঞ্জের ৭ জন, গাবতলীর ৬ জন, দুপচাঁচিয়ার ৫ জন, ধুনটের ৫ জন, কাহালু ও নন্দীগ্রামের ২ জন করে ব্যক্তি রয়েছেন।

গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে, বগুড়ার ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ১ জন এবং শিবগঞ্জ উপজেলায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ১ জন।

করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে বগুড়ার দুপচাঁচিয়ার রুপ কুমার বসাক (৪৫), সদরের মকবুল হোসেন (৭৫) ও আব্দুল লতিফ (৫৩), আদমদীঘির হালিমা বেগম (৪০) ও মঞ্জুরুল আলম (৫৫), শিবগঞ্জে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী শাহজাহান আলী (৬২) এবং জয়পুরহাটের চম্পা (৩৯)।এছাড়া শজিমেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য দপ্তর।

বগুড়ার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪,৬৯৩ জন এবং যার মধ্যে সুস্থ হয়েছেন ১২,৯৯৫ জন। করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪২৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১,২৬৯ জন।

(আর/এসপি/জুলাই ০৫, ২০২১)