রায়পুর (লক্ষ্মীপর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ সম্মুখে লাগানো হয়েছে গ্রাম আদালত সচেতনতামূলক বিলবোর্ড। জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে বোর্ডটি উদ্বোধন করেন।

উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ, ইউপি সদস্য মোঃ জুয়েল, মোঃ লিটন প্রমুখ।

ইউএনও সাবরীন চৌধূরী বলেন, তৃণমূল পর্যায়ে ‘গ্রাম আদালত’ সক্রিয়করণে সচেতনামূলক প্রকল্পের আওতায় এটি স্থাপন করা হয়েছে। গ্রাম আদালত সম্পর্কে জনপ্রতিনিধি ও জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে। বোর্ডে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বিচারপ্রার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

(পিআর/এসপি/জুলাই ০৬, ২০২১)