রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পরে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সহকারী (ভূমি) শেখ শরিফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দের নেত্রির্তে ইয়াবা বিক্রয় সময় পৌর শহরের সরর্দার বাড়ীর সড়ক থেকে মাদক সম্রাট ইয়াবা হারুর (২৫) ও তার সহযোগি হুমায়ুন কবিরকে (২০) আটক করা হয়েছে। পরে তারা তাদের দোষ স্বীকার করলে পৃথকভাবে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও হারুনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও দুই মামলার গ্রেপ্তারী ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে পুলিশ উপজেলার চরমোহনা ইউনিয়ন থেকে সিরাজুল ইসলামের ছেলে ও শিবির নেতা হাবিবুর রহমাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধেও সড়ক কাটা, সড়কে গাছ কাটা ও নাশকর্তাসহ একাধিক মামলা রয়েছে।
দণ্ডকৃতরা হলেন, শহেরর সর্দার বাড়ীর আনোয়ার টালির ছেলে ইয়াবা হারুরকে ১ বছর ৬ মাস ও পশ্চিম চরপাতা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং হারুনের সহযোগি হুমায়ুন কবিরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

(এমআরএস/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)