মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : লকডাউনের তৃতীয় ধাপের ষষ্ঠ দিন ৬ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে কিশোরগঞ্জ জেলা থেকে আসা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফের নেতৃত্বে বিজিবি একটি দল অভিযান পরিচালনা করেন। 

এসময় মুদির দোকান, ফার্মেসীসহ ৬টি দোকানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ৬ জনকে ৩ হাজার ৭শ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত এবং মাস্ক না পরা ব্যক্তিদের মাস্ক পরতে উৎসাহ প্রদান করেন তারা।

একদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে, অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত দেখতে জনসাধারণ একটু দুরে ভীড় করছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কুলিয়ারচর বাজারের এক চায়ের দোকানী দোকানের সাঁটার বন্ধ করে দিয়ে চুলায় দুধ ভর্তি কেটলী ও চায়ের কাপ রেখে দৌঁড়ে অন্যত্র পালিয়ে যায়।

কিশোরগঞ্জ থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, করোনা মোকাবেলায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে।

(এম/এসপি/জুলাই ০৬, ২০২১)