শাহ্ আলম শাহী, দিনাজপুর : দেশব্যাপী চলমান লকডাউন দিনাজপুরের মানুষ ঠিকমতো মেনে না চলায় ক্ষোভ প্রকাশ করেছে,মাঠে অবস্থানরত সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন। আগামী বুধবার থেকে একশনে থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে হুশিয়ার দিয়েছেন তারা।

দিনাজপুর পুলিশ লাইন অফিসার্স ক্লাবে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ আল ইমরান ও অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা একথা জানান।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ আল ইমরান ও অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা বলেন, প্রথম দিকে লকডাউন পালন করলেও এখন লকডাউন পালন করছেনা মানুষ। নানান অজুহাতে সবাই বাড়ির বাইরে বের হচ্ছেন। যানবাহনও চলাছল করছে। দিনাজপুর সীমান্ত বেষ্টিত জেলা হওয়ার কারণে প্রতিদিনই সংক্রমন ও মৃত্যুর হার বাড়ছে। তাই,কঠোর লকডাউনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে আনতে আমরা বদ্ধপরিকর। কঠোর লকডাউন ছাড়া করোনা সংক্রমণ সম্ভব নয়। তাই,লকডাউন বাস্তবায়নে মাঠে নির্বহী ম্যাজিস্ট্রেট,র‌্যাব,পুলিশ,বিজিবি,আনসার সহ আইন-শৃৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিরলস পরিশ্রম করছে দায়িত্ব পালনে। তার পরেও মানুষ সচেতন হচ্ছে না। কাজ না থাকলেও বাড়ির বাইরে বের হয়ে আসছে। মতবিনিময় কালে দিনাজপুরের টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে জেলায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করো উপসর্গ নিয়ে আরও আড়াই'শ মানুষের মৃত্যু হয়েছে জেলায়। ২৪ ঘন্টায় ৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এরমধ্যে শনাক্ত হয়েছে ১৮৩ জন।

(এসএএস/এএস/জুলাই ০৬, ২০২১)