নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ও তার পাশের এলাকাসমূহে সকাল ৯টা ১৬ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। প্রায় ২০ সেকেন্ড ধরে এ ভূ-কম্পন অনুভূত হয়। এসময় সব কিছু কেঁপে উঠলে মানুষজন আতঙ্কিত হয়ে ঘর বাড়ি-ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। লকডাউনের মধ্যেও রাস্তায় দাঁড়ানো সামান্য কিছু সংখ্যক মানুষ দ্বিকবিদিক ছোটাছুটি করতে থাকে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ডিমলা উপজেলার কর্মরত হিসাবরক্ষণ অফিসার দুলাল চন্দ্র রায় জানান, ভূমিকম্পের সময় অফিসের আসবাবপত্রগুলো কেঁপে ওঠে।

ডোমার উপজেলা শহরের ব্যবসায়ী রুবেল হোসেন জানান, ভূ-কম্পনে সব কিছু কেঁপে উঠলে তিনিসহ অন্যান্য দোকানের লোকজন রাস্তায় বেরিয়ে আসেন।

জেলা শহরের বড় মসজিদ সড়কের কাপড় ব্যবসায়ী রেজাউল করীম ব্রিটিশ জানান, ভূ-কম্পনের কাঁপুনিতে তিনিসহ তার কর্মচারীরা রাস্তায় ছুটে যান।

জলঢাকা উপজেলার ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, ভূ-কম্পনের সময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

কিশোরীগঞ্জ উপজেলার ব্যবসায়ী বাসু বলেন, হঠাৎ ভূ-কম্পনে মানুষজন ছোটাছুটি করতে থাকেন।

সৈয়দপুর উপজেলার আইটি উদ্দ্যেক্তা রিয়াজুল হাসান জানান, ভূ-কম্পনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভূ-কম্পনের ফলে কোথাও কোনো ক্ষতি হয়নি।

(ওআরকে/এএস/জুলাই ০৭, ২০২১)