অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।কঠোর লকডাউনের সপ্তম দিনেও করোনায় শনাক্ত ও মৃত্যু উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতাতালের বাতাস ভারি হয়ে উঠছে করোনায় মৃত ব্যক্তিদের স্বজনদের কান্নায়।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকূপায় ১ জন, হরিণাকুণ্ডুতে ১ ও মহেশপুরে ১ জন মারা গেছে।

নতুন করে ১৫৬ জনের করোনা পজেটিভ এসেছে। ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের ফলাফল পজেটিভ এসেছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৬১, শৈলকূপায় ২০, হরিণাকুণ্ডুতে ১৯, কালীগঞ্জে ২৪, কোটচাঁদপুরে ২৩ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজ বলেন, অধিকাংশ রোগীই শেষ সময়ে হাসপাতালে আসছে।যার ফলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।তারপরও তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দিতে। তাদের লোকবল সঙ্কট রয়েছে।তিনি আরো জানান, জেলার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যথেষ্ট অভাব রয়েছে। জেলা জুড়ে কঠোর লকডাউন চললেও মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। কারণে-অকারণে ঘরের বাইরে বের হচ্ছেন। এখানে-ওখানে জটলা করছেন। আড্ডা দিচ্ছেন। এ কারণে রোগী শনাক্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।

(একে/এসপি/জুলাই ০৭, ২০২১)