বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা জননেতা মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে বগুড়া মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রলীগকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক উপহার দেয়া হয়। করোনায় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিতরণের জন্য ৪,০০০ মাস্ক উপহার দেয়া হয়।

বুধবার (৭ জুলাই) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা'র আয়োজনে করোনা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বগুড়া মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রলীগকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা জননেতা মঞ্জুরুল আলম মোহন বলেন, "করোনা মহামারীর সংকট মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্য বিধি মেনে না চলার কারণে বর্তমানে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। দেশের মানুষের জীবন ও অর্থনীতি রক্ষায়

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবরকমের চেষ্টা বজায় রেখেছেন। তাই করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সবাইকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। লকডাউনে অপ্রয়োজনে কেউ বাহিরে বের হবেন না। খাদ্য সমস্যায় বা জরুরী প্রয়োজনে ৩৩৩ নং এ যোগাযোগ করুন। সেইসঙ্গে যেকোন সংকটে সকলের আস্থার সংগঠন 'সেবা' আপনাদের পাশে থাকবে"।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন ‘সেবা’র উপদেষ্টা মাসুদার রহমান মাসুদ, দৈনিক বাংলা ৭১ পত্রিকার বগুড়া প্রতিনিধি এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি, সহ-সভাপতি নাঈম মাহমুদ নিশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ছাত্রলীগ নেতা মিথিলেস প্রসাদ, জাকিউল আলম জনি, হিমেল, মাসুদ, জিহাদ, মাহফুজার রহমান সহ প্রমুখ।

(আর/এসপি/জুলাই ০৭, ২০২১)