মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে মোবিন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

৭ জুলাই বুধবার রাত ৮টার দিকে পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার উছমান চেয়ারম্যানের বাড়ির পাশে বাছির মিয়ার বস্তার গুদামঘরের চিপাগলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোবিন পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে। সে ভৈরব বাজারে একটি সিগারেট কোম্পানীর ডিস্ট্রিবিউটরে কাজ করত।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোবিন ৬ জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়। রাতে আর সে বাসায় ফিরেনি। সারা রাত তার পরিবার অপেক্ষায় থেকে ৭ জুলাই বুধবার সকাল থেকে তাকে খোজাখুঁজি শুরু করে। সারাদিনেও তার খোঁজ মিলেনি। পরবর্তীতে তাদের বাড়ির পাশে উছমান চেয়ারম্যানের বাড়ির গুদামঘরের মালিক বাছির মিয়ার মাধ্যমে সন্ধ্যা ৬টায় খবর পায় যে একটি লাশ গলির চিপায় পড়ে আছে। মোবিনের পরিবার এসে লাশ সনাক্ত করে। পরে ভৈরব থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ হাসান সিদ্দিক বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে বিদ্যুৎস্পৃষ্টের আলামত পাওয়া গেছে। বিদ্যুতের শকে শরীরের কিছু অংশে পোড়া ক্ষতচিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মোবিনের এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছে স্বজন ও তার বন্ধুমহল। রহস্যজনকভাবে তার এমন চলে যাওয়া মানতে পারছে না কেউই। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

(এমএ/এসপি/জুলাই ০৮, ২০২১)