অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুর পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর সভার মিলনায়তনে র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষণা করেন একটানা ৩ বারের নির্বাচিত মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। নতুন কোন কর আরোপ ছাড়াই উন্নয়ন প্রকল্পসহ ১১০কোটি ৩৪ লাখ  ৮৬ হাজার ২৯৬.৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। 

র্ভাচুয়ালি জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মনির হোসেনসহ সকল ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষনাকালে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘নতুন কোন কর আরোপ না করেই ২০২১-২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ১১০কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ২৯৬,৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০৩কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৪২৪.৭৯ টাকা। বাজেটে ৬কোটি ৭১লাখ ৩০ হাজার ৮৭১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

(ওকে/এসপি/জুলাই ০৮, ২০২১)