আলাউদ্দিন হোসেন

আষাঢ়-শ্রাবণ বর্ষাজুড়ে
বৃক্ষরোপণ করি
বনজ ফলজ ও ঔষুধি
সোনার বাংলা গড়ি।

একটি করে দুটি করে
যে যা পারি ভাই
আঙিনাতে সারি সারি
গাছ লাগিয়ে যাই।

সবুজ-শ্যামল ভরে উঠুক
বাংলা মায়ের হাসি
উজার নয় মনেপ্রাণে
বৃক্ষ ভালোবাসি।