লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকার মধুমতি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ করতে গিয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম বাহাদুর শেখ (৪১)। তিনি ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার এলেঙ্গা গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে বাহাদুর শেখ মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুর নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় হঠাৎ সেতুর কাজে ব্যবহৃত একটি বড় লোহার পাত বাহাদুর শেখের গায়ের ওপর পড়লে তিনি মারাত্মক জখম হয়। এসময় অন্য শ্রমিকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে নড়াইল সদর হাসাপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১২ টার দিকে সেখানে তার মৃত্যু হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/জুলাই ০৯, ২০২১)