মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে ১৮টি মসজিদে মুসুল্লিদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন ভৈরব থানা পুলিশ সদস্যরা। ৯ জুলাই শুক্রবার মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

ভৈরব থানা সূত্রে জানা যায়, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ও কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় করোনা ভাইরাসকালীন সময়ে জনগণকে সচেতনতার লক্ষ্যে ভৈরব উপজেলা ও পৌর শহরের ১৮টি মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিনসহ থানায় কর্মরত ১৮ জন অফিসার।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, ভৈরব থানা এলাকায় অবস্থিত ১৮টি মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে মসজিদে উপস্থিত মুসুল্লিদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। এসময় সকলকে নিয়মিত মাস্ক পরিধান করতে, সাবান ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়াও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে বলা হয়েছে।

(এমএ/এসপি/জুলাই ১০, ২০২১)