নাটোর প্রতিনিধি : নাটোরে কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতিতে ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চল এর সার্বিক ব্যবস্থাপনায় গরীব ও দুস্থ জনগণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে সেনাবাহিনী।

শনিবার দিনব্যাপী ১৭ প্যারা পদাতিক ব্যবস্থাপনায় ও ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের পরিচালনায় নাটোর জেলার বড়াইগ্রামের রাজাপুর এবং গোপালপুর এলাকায় ২ টি ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনীর একটি বিশেষ মেডিকেল টীম। সেবা কার্যক্রমের আওতায় বিনামূল্যে মেডিকেল চেকআপ এবং ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, ডিভিশনের এডিএমএস কর্ণেল পিকে মাসুদ উল আলম, ১৭প্যারা অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম, পিএসসি মেজর আল মুঈদ আহমেদ, লেঃ শাহেদুর রহমান ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাকিব সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য এবং স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আবদুর রহমান প্রমুখ।

(এডি/এএস/জুলাই ১০, ২০২১)