মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাউল বিতরণের সময় পোকা ও নিম্নমানের অভিযোগ উঠায় অবেশেষে ফেরত নিল মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম।

রোববার উপজেলার চানগাঁও ইউনিয়ন পরিষদে ১৮০ কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণের সময় চাউলের প্যাকেটে নি¤œমানের ও পোকা থাকার বিষয়টি ধরা পড়ে। এমন নিম্নমানের চাউল নিতে সুবিধাভোগীরা অস্বীকৃতি জানালে ইউপি চেয়ারম্যান এন আলম দ্রুত খাদ্য গুদামে ছুটে যান এবং নিম্নমানের চাউল ও পোকা ধরেছে বিষয়টি জানান। ফলে চাউল ফেরত আনতে খাদ্য গুদাম কর্মকর্তা স্বীকার করেন।

চাউল নিতে আসা সুবিধাভোগী রেজিয়া আক্তার, পারভিন আক্তার বলেন, পোকা ধরা নষ্ট চাউল আমরা নিতাম না, এ চাউল খাইতে পারতাম না। তাই না নিয়ে বাড়িতে যাইতেছি গা।

ইউপি চেয়ারম্যান এন আলম জানান, নিম্নমানের ও পোকা ধরা ১৮০ বস্তা চাউল ফেরত দিয়েছি। এ চাউল খাবার যোগ্য নয়।
মদন ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রোকসানা বেগম জানান, ২০২০ সালের পুরাতন চাউল এ গুলো। এ চাউল আরো দুই মাসের ডিও, গুদাম থেকে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে চলে গিয়েছিল। চেয়ারম্যান সাহেব বললে চাউল ফেরত এনেছি।

জেলা খাদ্য গুদাম নিয়ন্ত্রক কর্মকর্তা জাকারিয়া মোস্তফা জানান, পরিচার্যার অভাবে চাউল গুলো হয়তো নষ্ট হতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, আমি সরজমিনে দেখে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

(এম/এসপি/জুলাই ১১, ২০২১)